গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। রোববার (৫ জুন) বিকেলে হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে পোঁছায়।
এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া উদ্ধার অভিযানে ২৫০ জন সেনা সদস্য কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল। তাছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দল বিস্ফোরণে রাসায়নিক দ্রব্যাদি সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে কাজ করছে।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় সহায়তা করছে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ। তাছাড়া সেনাবাহিনীর মেডিকেল টিম আহতদের চিকিৎসায় কাজ করছে।
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।