দেশজুড়ে

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৩৮ জনে দাঁড়িয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আশিক।

তিনি বলেন, এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৭ জনে মৃত্যু নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এরমধ্যে ফায়ার সার্ভিসের স্টাফের সংখ্যা ৭ জন। এছাড়া আহতের সংখ্যা চার শতাধিক। তাদের অবস্থা খুবই গুরুতর।

নিহতদের মধ্যে পাঁচ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যান্টেনডেন্টস মনিরুজ্জামান (৩২), মমিনুল হকের (২৪) বাড়ি বাঁশাখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামে। তিনি ফরিদুল আলমের ছেলে। অন্যজন একই উপজেলার পূর্ব চারিয়ার নাপোড়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. মহিউদ্দীন (২৪), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬), রবিউল আলম (১৯), বাঁশাখালীর চনপাড়ার এলাকার আবব্দুল মজিদের ছেলে। এর মধ্যে মহিউদ্দীন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button