বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0
207

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিতে ব্যাপক উন্নতি করেছে। তাই এখন মানুষ না খেয়ে থাকেনা বরং খাবার নষ্ট করছে।

বগুড়ার শেরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এ কথা গুলো বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, একসময় এখানে প্রতি বিঘায় ৩ মণের বেশি ধান ফলতো না। বর্তমান সরকারের আমলে কৃষিতে প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বহুগুণে বেড়ে বিঘায় ৩০মণ হারে ফলন হচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সরকারকে সহযোগিতা করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আধুনিক প্রযুক্তির স¤প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা শনিবার (৪ জুন) সকাল ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে শুভ উদ্বোধন করা হয়েছে। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মইনুল ইসলামের সভাপতিত্বে কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ আব্দুল হান্নান ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ আলমের স ালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোসাঃ জান্নাতুল ফেরদৌস, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম শামিম, বদরুল ইসলাম পোদ্দার ববি, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক প্রমূখ। কৃষি প্রযুক্তি মেলায় ১৮ স্টল রয়েছে এবং আগামী ৬ জুন পর্যন্ত এ মেলা চলবে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।