রামপালে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে ২৬ ঘন্টা পর একজনের মরদেহ উদ্ধার

0
167

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজের ২৬ ঘন্টা পর দাউদখালী নদীর সিকি নামক এলাকায় একটি বেহেন্দী জাল থেকে শিশু আহাদের মরদেহ উদ্ধার করে মোংলা কোস্ট গার্ড ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবরী দল।

এদিকে নিখোঁজ অপর শিশু জান্নাতের মরদেহের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মেম্বার মোঃ আজাহার হোসেন টুকু জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফয়লাহাট আবাসন প্রকল্পের ৪ নম্বর দিঘির পাড়ের বাসিন্দা মোঃ ওমর শেখের শিশু পুত্র আহাদ শেখ (৮) ও বেল্লাল হোসেনের শিশু কন্যা জান্নাত দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হয়।

নিখোঁজে খবর পাওয়ার পর রবিবার রাত সাড়ে ৮টার দিকে রামপাল ফায়ার সার্ভিস ও মোংলা কোস্ট গার্ডের ডুবুরীদল যৌথভাবে তল্লাসী অভিযান শুরু করেন। তারা রাত সাড়ে ৩টা পর্যন্ত দাউদখালী নদীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়েও তাদের মরাদেহের কোন সন্ধান পায়নি। এরপর সোমবার সকালে তারা আবারও অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে দাউদখালী নদীর সিকি এলাকায় এক জেলের বেহুন্দী জালে আটকে থাকা নিখোঁজ শিশু আহাদের মৃতদেহ উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ জান্নাতের কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, জান্নাতের সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবরী দল উদ্ধার অভিযান চলমান রেখেছেন।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের লাশ জালে আটকে যাওয়া অবস্থায় উদ্ধার হয়েছে। নিখোঁজ অপর শিশুর সন্ধানে তল্লাশী অভিযান চলছে।