শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

0
85

সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার (২৯ মে) শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির।

নদীবন্দর সমূহে ২ নম্বর হুশিয়ারি সংকেতনদীবন্দর সমূহে ২ নম্বর হুশিয়ারি সংকেত এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৭৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ১২টির।