ধামরাই শ্রীশ্রী যশোমাধব রথমেলা ইজারা পত্তন উপ- কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

0
86

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনার কারণে দুই বছর ধামরাই ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব বন্ধ ছিল, এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ঐতিহাসিক রথোৎসব উদযাপনের লক্ষ্যে রথ ও মন্দির সংস্কার কর্মকান্ড চলছে। সেইসাথে প্রায় মাসব্যাপী রথমেলা ইজারা পত্তন করার জন্য গঠিত রথমেলা-২০২২ এর ইজারা পত্তন উপ- কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

শনিবার (২৮শে মে-২০২২)বিকেলে ধামরাই পৌরসভার কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দিরের অফিস কক্ষে রথমেলা-২০২২ এর ইজারা পত্তন উপ-কমিটির আহবায়ক ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও উপ-কমিটির সদস্য-সচিব নন্দ গোপাল সেনের সঞ্চালনায় সভায় ইজারা কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ইজারাদারদের সাথে সার্বিক আলোচনান্তে রথমেলা কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন এর নামে ইজারা পত্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ’সময় বক্তব্য রাখেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ইজারাদারদের পক্ষে বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর (৩নং ওয়ার্ড) মোঃ মোকছেদ আলী, শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, সহ অন্যান্য।

এ’সময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতিগন ডাঃ অজিত কুমার বসাক, অসিত গোস্বামী, জগদীশ চন্দ্র সরকার, কল্যানব্রত সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ,মন্দির কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল,কোষাধ্যক্ষ রতন পাল ,ইজারাদারদের পক্ষে আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুর রহমান বাবুল ও ধামরাই পৌরসভার ১, ২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ যথাক্রমে আরিফুল ইসলাম, আমজাদ হোসেন, প্যানেল মেয়র ও কাউন্সিলর মোকছেদ আলী, আমিনুল হাসান গার্নেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।