ভোলার হকারদের দখলে নতুনবাজারের হাতিরঝিল ব্রীজ

0
82

ইয়ামিন হোসেন: ভোলা শহরের ব্যস্ততম এলাকার মধ্যে অন্যতম একটি নতুনবাজার থেকে চকবাজার। এই ব্যস্ততম সড়কের মধ্যেই হাতিরঝিল ব্রীজ (সাবেক থাক থাক ব্রীজ)। ব্রীজটি দিয়ে পথচারী, মোটরসাইকেল, রিস্কা বোরাক চলাচল করতেই যানজটের সৃষ্টি হয়।

এর মধ্যে আবার পুরো ব্রীজ দখল করে আছে আম, লিচু, লেবু, দধিসহ নানান খুচরা মালামাল বিক্রেতারা।
ব্যস্ততম ব্রীজের উপর বিক্রেতারা বেচাকেনা করায় যেমন ভোগান্তি পোহাতে হয় পথচারীদের, তেমনি ব্রীজের পাশে বিভিন্ন কাঁচামাল পাকার উপরে রেখে দুইপাশের হকাররা কাস্টমারদের দাম হাকিয়ে ডাকতে থাকেন।

যদি কোন পথচারীর হাটার সময় অনিচ্ছাকৃত কোন পণ্য পায়ের সাথে লাগে তাহলেই লাঞ্ছনার শিকার হতে হয় বলে অভিযোগ করেন পথচারীরা।

পথচারীদের চলাচলের সুবিধাতে এবং হাতিরঝিল ব্রীজটির সৌন্দর্য ফেরাতে হকারমুক্ত রাখার দাবী জানিয়েছে সচেতন মহল।