দেশজুড়ে

কামারখন্দে খোলা মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি জমির মধ্যে থেকে সুরুজ সর্দার (৭১) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার হায়দারপুর এলাকায় খোলা মাঠের মধ্যে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে বৃদ্ধার পরিচয় সম্পর্কে জানতে পারে।

নিহত সুরুজ সর্দার পাবনা জেলার ভাঙ্গুড়া থানার গদাই রূপসী গ্রামের বাসিন্দা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি এই বৃদ্ধা কয়েকদিন আগে পারিবারিক কলহের কারণে বাড়ী থেকে বেরিয়ে এসেছেন। আমরা ধারণা করছি ট্রেনে চড়ে সম্ভবত উপজেলার জামতৈল স্টেশনে নেমেছিলেন। পথ হারিয়ে এদিক-সেদিন ঘোরাফেরা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে তার স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন আসছেন তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button