র‍্যাব-৬ এর অভিযানে প্রতারক গ্রেপ্তার

0
75

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ- বিভিন্ন দপ্তরে চাকরির দেবার নাম করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬।

র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২৫ মে গভীর রাতে ফুলতলা থানার দমোদর এলাকায় অভিযান চালিয়ে প্রনব চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়।

এসমত তার কাছ থেকে, ১১টি সরকারী চাকরির ভূয়া নিয়োগ পত্র, ০৯টি ভিবিন্ন ব্যক্তি ও সরকারী দপ্তরের সীল, ০৩টি রাষ্ট্রপতির আদেশ নামা, ০১টি চেক বই, ০৪টি বিভিন্ন ব্যক্তির সুপারিশনামা ও প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি স্ট্যাম্প উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত প্রনব চ্যাটার্জি কুষ্টিয়া জেলার কুমারখালি থানার পুরনজয় চ্যাটার্জির ছেলে। প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সারওয়ার হুসাইন।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে ফুলতলা থানায় হস্তান্তর ও আসামীর বিরুদ্ধে প্রতারনার মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।