দেশজুড়ে

ধামরাইয়ে অগ্নিকাণ্ডে কলোনির ১২টি ঘর ভস্মীভূত

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় আব্দুস সবুরের ভাড়া দেওয়া কলোনির কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এ’কলোনির ভাড়া দেওয়া ১২টি কক্ষ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। বুধবার (২৫শে মে-২০২২) সকালের দিকে এ’অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় আব্দুস সবুরের কলোনির ভাড়া দেওয়া বাড়িতে হতাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে আগুনের লেলিহান শিখায় আব্দুস সবুরের কলোনির ভাড়া দেওয়া ১২টি কক্ষ পুড়ে যায়।

এ’সময় স্হানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের এ’ঘটনায় কলোনির ১২টি কক্ষ পুড়ে ভস্মীভূত হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ও স্হানীয়দের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button