দেশজুড়ে

নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত, দু’জন আহত

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিহাব হোসেন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এদূর্ঘটনায় মোঃ শিহাব ও আল আমিন নামের অপর দুই শিক্ষার্থী আহত হয়েছেন। দূর্ঘঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলকুড়ি নামক স্থানে।

স্থানীয় সূত্র জানায়, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জয়পুর সরদার পাড়া গ্রামের সাইদুর রহমানের পুত্র মোঃ শিহাব অপর দুই বন্ধু নিয়ে মোটর সাইকেল চালিয়ে বেলকুড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাল গাছের সাথে ধাক্কা লেগে চালক শিহাব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এ সময় তার সাথে থাকা জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র মোঃ শিহাব ও অপর বন্ধু আল আমিন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে, তিনজনই জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সড়ক দূর্সঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button