দেশজুড়ে

ঈশ্বরগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কামরুল আলম

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন কামরুল আলম। তিনি ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করে উপজেলা বাছাই কমিটি।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ সূত্রে জানা যায়, কামরুল আলম ২০১৯ সালের ২৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন।

শিক্ষার্থী অভিভাবকেরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সহ-পাঠ্যক্রম, শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

জানতে চাইলে অধ্যক্ষ কামরুল আলম বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button