বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬৩ লাখ ছাড়ালো

0
91

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৮৯৬ জন। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১ হাজার ৪৩১ জনে। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৪০৮ জন হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৯ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ২৩৩ জন। মঙ্গলবার (২৪ মে) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার ৫১৭ জন। মারা গেছেন ১০ লাখ ২৯ হাজার ১১২ জন।