মাঙ্কিপক্স রোধে সোনামসজিদ স্থলবন্দরে সতর্কতা জারি

0
93

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ নতুন সংক্রামক মাঙ্কিপক্স প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েরা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর সোনামসজিদ ইমিগ্রেশনে একটি মেডিকেল টিম অবস্থান করছে। যেসব যাত্রী ভারত থেকে আসছে তাদের পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস।

সোনামসজিদ পুলিশ ইমিগ্রেশন ইনচার্জ জাফর ইকবাল বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা একটি সতর্কতা জারিপত্র পেয়েছি। তখন থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম কাজ করছে। যদিও বাংলাদেশ থেকে কোনো যাত্রী ভারতে প্রবেশ করছে না। ভরত থেকে যারা আসছে তাদের পরীক্ষা করে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।