নেত্রকোণায় রোভিং সেমিনার অনুষ্ঠিত

0
305

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের ডিএই, সিনিয়র এন্ড ন্যাশনাল এগ্রোমেট টেকনিক্যাল কনসালটেন্ট ড. মোঃ মিজানুর রহমান কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কৃষকদের সচিত্র ধারণা দেন। জেলার দশ উপজেলার মোট দুইশো জন কৃষক এই রোভিং সেমিনারে অংশগ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার শাহজাহান সিরাজ, আবহাওয়াবিদ মোঃ মামুন, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মালেক ও শহিদুল ইসলাম।