অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ

0
93

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে জনগণকে ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার দেশটির সাধারণ নির্বাচনে লেবার পার্টি এখন পর্যন্ত ৭২টি আসন পেয়েছে। আর চারটি আসন পেলেই নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে লেবার পার্টি। এ খবর বিবিসির।

বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বে মধ্য-ডান জোট এখন পর্যন্ত ৫১টি আসন পেয়েছে। দেশটির সংসদে নিম্নকক্ষে আসন সংখ্যা ১৫১টি। উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে আলবেনিজ বলেন, ‌‘তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।’

এদিকে, প্রধানমন্ত্রী স্কট মরিসন লেবার অ্যান্থনি আলবেনিজের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন। অভিনন্দন জানিয়ে মরিসন বলেন, জাতির ক্ষত নিরাময়ের কাজ করবেন নতুন প্রধানমন্ত্রী। লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন তিনি।

রাজনৈতিকভাবে অ্যান্থনি আলবেনিজ ২৫ বছর ধরে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে লেবার পার্টির চেয়ারম্যান হন তিনি। আলবানিজ অস্ট্রেলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবার পক্ষে থাকায় বেশ জনপ্রিয়তা পান।