কালীগঞ্জ ইমাম পরিষদের ঈদ পূনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠন

0
232

মানিক ঘোষ , নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার শতাধিক মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা ইউনুস আলী, একই মসজিদের বর্তমান খতিব মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ, মাওলানা আবু তালিব, মাওলানা শহীদুজ্জামান, হাফেজ মাওলানা শাহীনুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা খালিদ হাসান বিন শহীদ সহ অন্যান্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খাতিব মাওলানা রুহুল আমিন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামি তিন মাাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন। ঘোষিত কমিটির আহবায়ক মুফতি মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক মাওলানা মাহফুজুল রহমান, সদস্য হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ মাওলানা শাহীনুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ শফিক রহমান ও হাফেজ খালিদ হাসান বিন শহীদ।