পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনী কিশোর নিহত

0
108

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চলাকালে শনিবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘জেনিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলাকালে দখলদারদের গুলিতে ১৭ বছর বয়সী এক বালক নিহত এবং ১৮ বছর বয়সী এক যুবক মারাত্মকভাবে আহত হয়।