চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক-১

0
184

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। আটক কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা আজমতপুর হুদমাপাড়ার মোঃ আজিজুল হকের ছেলে মোঃ শরীফুল ইসলাম (৩০)।

অভিযানকালে ৬জন পালিয়ে যায়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, বিএসবি তথ্যের ভিত্তিতে ১৯ মে রাত ৮টার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর হুদমাপাড়া আমবাগানে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলামকে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া এলাকার রবু মিয়ার ছেলে মোঃ ইউসুফ আলী (২৮), গুদা’র ছেলে রাসু (৩৫), কছিমের ছেলে জেমস (৩২), বিসু’র ছেলে মিয়ারুল (৩০), ছুন্নু’র ছেলে ডালিম (২০) এবং মোল্লাটোলা রিফুজিপাড়ার মোস্তফা’র ছেলে আতিকুল (৩৫) পালিয়ে যায়। ফেন্সিডিলসহ আটক শরিফুল এবং পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।