রূপগঞ্জে মানবসেবা সোসাইটির উদ্দ্যেগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

0
91

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামে শতাধিক তরুণ যুবক নিয়ে গড়ে তোলা হয়েছে জাঙ্গীর মানবসেবা সোসাইটি। তাদের প্রধান লক্ষ হচ্ছে মানুষের সেবা করা।

এরই ধারাবাহিকতা বজায় রেখে রোজ শুক্রবার(২০-০৫-২০২২) বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাঙ্গীর মানবসেবা সোসাইটির সম্মানিত সভাপতি ওসি মোঃ নাজমুল হাসান, সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল হাসান সুমন, সংস্থার কোষাধ্যক্ষ মোঃ দুলাল মোল্যা, সহ কোষাধ্যক্ষ মোঃ বাদল মোস্তাফিজ মাস্টার সহ সংস্থার একাধিক কর্মী। সংস্থার সভাপতি বলেন, আমরা সব সময় মানুষ ও এলাকার উন্নয়ন মূলক কাজে সবসময় থাকবো এবং থাকতে চাই।