মেঘনাতে ডুবো জাহাজের সব গম পানিতে নষ্ট

0
161

বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় প্রায় ১ হাজার ৬০০ টন গম নিয়ে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ ‘এমভি তামিম’-এ থাকা সব গম পানিতে নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাহাজটির স্থানীয় প্রতিনিধি ও আমদানিকারকের প্রতিনিধি।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় জাহাজে গম আমদানিকারকের প্রতিনিধি সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বাসস’কে বলেন, লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় যেখানে জাহাজটি ডুবেছিল, বর্তমানে সেখানেই আছে। তবে জাহাজের ব্রিজের অংশ ছাড়া এখন পুরোটাই ডুবে গেছে। বুধবার জাহাজের একটি হেজ কিছুটা ভেসে থাকতে দেখা যায়। আজ বৃহস্পতিবার সেটিও ডুবে গেছে। এখন শুধু জাহাজটির ব্রিজটি দেখা যাচ্ছে।

তিনি বলেন, জাহাজটিতে নাবিল অটোফ্লাওয়ার মিলের ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল। এগুলো সব নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জাহাজের গমগুলো উদ্ধারের জন্য চেষ্টা করা হলেও তেমন অগ্রগতি নেই। এখন জাহাজটি উদ্ধার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম সচিব (অপারেশন) আতাউল কবির রঞ্জু বাসসকে বলেন,এখন জাহাজটিকে কোথাও নেয়া সম্ভব নয়। যেহেতু জাহাজটিতে খাদ্যপণ্য আছে, এগুলো এসে বিভিন্ন সংস্থা দেখবে। তারপর আমরা জাহাজটি উদ্ধারে ব্যবস্থা নেব। জাহাজটি সহজে এখান থেকে সরানো যাবে না।

জাহাজের স্থানীয় প্রতিনিধি হযরত শাহ আমানত শিপিংয়ের অপারেশন ম্যানেজার রাজু সাহা বলেন, জোয়ারের কারণে জাহাজের তিনটি হেজ-ই পানির নিচে চলে গেছে। শুধু মাস্টার ব্রিজটা কিছু দেখা যাচ্ছে। এতে জাহাজে থাকা গম পুরোটাই নষ্ট হয়ে গেছে।

সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বলেন, জাহাজটিতে থাকা ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ এমভি প্রোফেল গ্রিজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার কাঁচপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল লাইটার জাহাজ ‘এমভি তামিম’। কিন্তু জাহাজটি বুধবার লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলাফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।