হেলে দুলে চলছে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে যান

0
120

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের বেহাল দশা। এই বুঝি উল্টে গেলো যানবাহন। চলছে গাড়ি ভাঙা পথে। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পরিবহন শ্রমিকদের বের হতে হয় যান নিয়ে। ভাঙা রাস্তায় হেলে দুলে চলতে দেখা গেছে ভারী যান সহ বিভিন্ন যানবাহন। দ্রুত সংস্কারের দাবী জানিয়েছে জনগন।

সড়কটির সাথে যোগাযোগ রয়েছে প্রায় ২৬ টি জেলার। রাস্তার বেহাল দশায় ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। এদিকে ধীর গতিতে চলছে রাস্তার সংস্কার কাজ। খানা খন্দে ভরাট করা হচ্ছে পুরনো রাবিশ দিয়ে।