কুষ্টিয়ায় নতুন শ্রেণী কক্ষের শুভ উদ্ধোধন করলেন এসপি খাইরুল আলম

0
85

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন শ্রেণী কক্ষের শুভ উদ্ধোধন করেছেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। মঙ্গলবার ১৭মে সকাল ১১টার দিকে কোড-৭০১৬ একাডেমি ভবনের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় সরকারী রাজস্বখাতের উন্নয়ন বরাদ্দ খাতের নির্মিত তিন কক্ষ বিশিষ্ঠ শ্রেণী কক্ষ শিক্ষা একাডেমিকর উদ্বোধন শেষে কুষ্টিয়া পুলিশ সুপার ভবনটি পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার বলেন, এই একাডেমিক ভবন নির্মানের ফলে সুন্দর পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণের সুযোগ সৃষ্টি হলো।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস এবং ডিআইও ১, আরআই, সহ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী।