শিক্ষা অধিদপ্তরে ৫ দিন ঢোকা যাবে না

0
1178

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সোমবার (১৬ মে) থেকে ৫ দিন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিপিই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকের লিখিত পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৬ থেকে ২১ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

জানা গেছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন।

উল্লেখ্য, প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।