শেরপুরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

0
95
ফাইল ছবি।

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উচরং এলাকায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু। ১৩ এপ্রিল শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে জমির ধান কাটা অবস্থায় বজ্রপাতে আব্দুল মালেক (৪৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অপর কৃষক ফেরদৌস আলম (৪৫) গুরুতর গুরুতর আহত হয়েছেন। জানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ভ্যানগাড়ি চালাত। এখন ধান কাটার মৌসুমে ধান কাটা শ্রমিকের মুজুরি বেশি হওয়ায় সে ভ্যানগাড়ি চালানো বাদ দিয়ে ধান কাটার শ্রমিকের কাজ করতো।

শুক্রবার সকালে একই গ্রামের ফেরদৌস নামের এক ব্যাক্তির জমিতে ধান কাটছিল। ধান কাটা অবস্থায় দুপুর পৌনে ১টার সময় বৃষ্টি সঙ্গে হঠাৎ বজ্রপাত হলেই সে ঘটনাস্থলেই মারা যান এবং জমির মালিক ফেরদৌস আলম গুরুতর আহত হন।

এ বিষয়ে শাহবন্দেগি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা আব্দুল মালেকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং আহত ফেরদৌসকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।