পুলিশে দুর্নীতিবাজের কোনও ঠাঁই নেই : আইজিপি

0
87

এস,এম,মনির হোসেন জীবন : ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুলিশে দুর্নীতিবাজের কোনও ঠাঁই নেই। পুলিশকে যেতে হবে জনগণের দোরগোড়ায়।জনগণের পুলিশ হতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান দেশটি মাদকের অভিশাপ থেকে মুক্ত হোক। আর এই কাজটি আমাদেরকে করতে হবে।

মাদকের সঙ্গে কোনও পুলিশ সদস্যের সম্পর্ক থাকবে না উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে হতে হবে মাদকমুক্ত। পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশে তদ‌বিরে বদলি হবে না।

তিনি আজ শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত বিশেষ অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আইজিপি বলেন, মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পুলিশের করণীয় বিষয়ে পাঁচটি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হলো- 1. Zero Tolerance Against Corruption, 2. Ending Police Brutality, 3. Narcotics Control, 4. Beat Policing ও 5. Ensuring Police Welfare

জনগণের পুলিশ হতে হলে পুলিশকে মাদকমুক্ত করতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, কোন পুলিশ সদস্য মাদক খাবে না, মাদকের ব্যবসা করবে না, মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখবে না। বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ভাল ভাবে একযুগে কাজ করতে হবে।
তিনি বলেন, তাহলে এটা অনস্বীকার্য যে মাদক নির্মূল পুলিশকেই করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানার অফিসার ইনচার্জ থেকে তদুর্ধ কর্মকর্তাগণের উদ্দেশ্যে এমন নির্দেশনা প্রদান করেন আইজিপি। এই নির্দেশনা বাংলাদেশ পুলিশের সকলকে মেনে চলতে হবে।

সাধারণ মানুষের সাথে কোন ধরণের খারাপ আচরণ করা যাবে না উল্লেখ করে পুলিশৈ প্রধান ড.বেনজীর আহমেদ বলেন, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। মানুষের সাথে মানবিক আচরণ করতে হবে। দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে। বিশেষ অপরাধ ও আইনশৃংখলা সভায় এই বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পুলিশের ওয়েলফেয়ার নিশ্চিত করার প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, বিভাগীয় পর্যায়ে পুলিশের সন্তানদের জন্য ক্যাডেট স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে, চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ের পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে। পুলিশের বদলি হয়ে নিয়মতান্ত্রিক।
আইজিপি ড. বেনজীর আহমেদ আরো বলেন, করোনায় নিহত ৪৫ পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করছি ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দেশের জন্য, সমাজের জন্য ও রাষ্ট্রের জন্য তারা আত্মত্যাগ করেছেন। তাদের পরিবার আমাদের পরিবারের অংশ। তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকবো। পেনডেমিক ল ইনফোর্সমেন্ট সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। এই সময়টায় পুলিশের যা দায়িত্ব না সেই কাজটিও পুলিশ করেছে। কোন রকম সুরক্ষা সামগ্রী ছাড়ায় এই মহামারীতে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ এগিয়ে এসেছে।

পুলিশ বাহিনীর উদ্দেশে ড.বেনজীর আহমেদ বলেন, আমাদের কোন সুরক্ষা সামগ্রী না থাকলেও দায়িত্ব থেকে আমরা পিছপা হয়নি। পরবর্তী সময়ে আমরা সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করে ২ লাখ পুলিশকে সরবরাহ করেছি। যতদিন করোনা থাকবে আমাদের ২ লাখ সদস্যদের সুরক্ষায় সবকিছুই করবো। করোনার এই সময়টা আমরা অতি দ্রুত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে কভিড-১৯ এর হাসপাতালে পরিনত করছি। করোনা টেস্ট করানোর জন্য স্বল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পিসিআর মেশিন বসানো হয়েছে। এর ফলে দ্রুত করোনা টেস্টের রেজাল্ট জানা যাচ্ছে।

বাংলাদেশে ৩৩৯টি আইসিইউ বেড রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, তার মধ্যে পুলিশ হাসপাতালে ২৭টি আইসিইউ বেড ও ২৭টি এইচডিইউ বেড রয়েছে। এখন ৫৪টি ক্রিটিকাল পেশেন্টকে একসাথে ট্রিটমেন্ট করতে পারছে। ইতোমধ্যে আমাদের দেশের ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল পুলিশ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা আমাদের কোন সহকর্মীকে হারাতে চাই না। সেই সাথে চাইনা আমাদের দেশের ও বিশ্বের মানুষ এই মহামারীতে মারা যাক।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) বলেন, আন্তরিকভাবে মানুষকে সেবা দেওয়ার পর কেন আমরা কাঙ্খিত যায়গায় পৌঁছাতে পারছিনা। এটা আমাদের সবাইকে দেখতে হবে। আমরা নিজে থেকে পরিবর্তন হতে চাচ্ছি কিনা এটা দেখতে হবে।
তিনি আরও বলেন, আইজিপি স্যার যে ৫টি নীতি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করতে হবে। আমি নিজেই পরিবর্তন হতে চাই এই বোধটি নিজের মধ্যে আনতে হবে। আমি রাজা ও জনগণ প্রজা এমন মানসিকতা বহন করা যাবে না। এই পরিবর্তনের সাথে যারা থাকতে পারবেন না তারা দায়িত্বে থাকতে পারবেন না। আমরা ভেতর থেকে পরিবর্তন হয়ে জনবান্ধব পুলিশ হতে চাই।

পুলিশ কমিশনার বলেন, করোনাকালে আমরা দেখিয়েছি মানুষের কাছে কিভাবে যেতে হয়, তাদের কাছ থেকে কিভাবে সম্মান নিতে হয়। শুধু মাদক ব্যবসায়ীকে ধরলে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। এক্ষেত্রে মাদকসেবীদের সাজা ও চিকিৎসার আওতায় আনতে হবে। আইজিপি স্যারের নির্দেশনা আমাদের এবাদতের অংশ হিসেবে নিতে হবে।
ডিএমপি পুলিশের কর্মকর্তাদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, প্রতিটি থানার ওসির কাছ থেকে বুঝে নিব আপনার থানায় মাদক নির্মূলে কতটা সফল হয়েছেন। মাদক ব্যবসায়ী ব্যবসা করলে আপনি থানায় থাকতে পারবেন না। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে দেশের উন্নয়ন ঠিক থাকবে না।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, জোনাল এডিসি-এসি ও থানার অফিসার ইনচার্জ বিশেষ অপরাধ ও আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন।