পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে এবারও ঈদের দিন একক মানববন্ধন

0
95

নিজস্ব প্রতিবেদক: ২০০৬ সাল থেকে আজ ও আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাব এর সামনে প্রত্যেক বছরের মতো ঈদের জামাত শেষে এবারও ঈদের দিন মানববন্ধন করি। রাষ্ট্রকে জানানোর জন্য। ২০০৬ সালের ৭ ই অক্টোবর কুষ্টিয়ার খোকশায় নিজ বাড়ীতে শহিদ হন দুষ্কৃতিদের হাতে শহিদ বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন জামান লক্ষন।

এর পর দুষ্কৃতিকারি ও খুনিরা রাজনীতির প্রতিহিংসার বশত ও নগদ অর্থ ও ধন-সম্পত্তির লোভে বিশিষ্ট রাজনীতিবীদ ও পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির ঠিকাদার খন্দকার রবি উজ জামান সিপার কে শহিদ করে নির্মম হত্যার মাধ্যমে নিজ বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা মালিপাড়া গ্রাম, ২০০৮ সালের ২৭ ডিসেম্বর।

মাফিয়ারা এই হত্যাদ্বয়ের সাথে সম্পৃক্ত। বিচারের বানী আজও নীরবে নিবৃত্তে কাঁদে। মামলাটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আসামিদের ধরে রিমান্ডে নিলেই খুনের রহস্য বেরিয়ে আসবে। এই দাবিতেই মানববন্ধন।