আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুতফুর রহমান

0
188

সাত বছর পর নির্বাচনে ফিরে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত লুতফুর রহমান।

এম্পায়ার পার্টির লুতফুর রহমান তার প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগসের চেয়ে ৭ হাজার ৩ শ ১৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শ্বাসরুদ্ধকর নির্বাচনে ইতিহাস গড়ে আবারো শেষ হাসি হেসেছেন লুতফুর রহমান। এস্পায়ার পার্টির প্রার্থী হিসেবে লুতফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট। আর লুতফুর রহমানের প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।

নির্বাহী মেয়র হিসেবে জয়লাভের পর একান্ত সাক্ষাৎকারে লুতফুর রহমান বলেন, “রাজনৈতিক দল নয় টাওয়ার হ্যমলেটসের জনগণই মূল ধারা, আর ভোটের ফলাফলেই সেটি প্রমাণিত হয়েছে।”

জানা যায়, এ নির্বাচনে মোট ২ লাখ ৫ হাজার ১৮৯ জন রেজিষ্ট্রার্ড ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের সূত্রে জানা যায়, ২০১৫ সালে দুর্নীতি ও অবৈধ আচরণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল নির্বাচনী আদালত।