রাশিয়ার আরেক যুদ্ধজাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা: রিপোর্ট

0
170

কৃষ্ণ সাগরে রাশিয়ার অ্যাডমিরাল মাকাররোভ যুদ্ধজাহাজে ইউক্রেন বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ওই যুদ্ধজাহাজে আগুন ধরে গেছে। ইউক্রেনের কর্মকর্তারা শুক্রবার (৬ মে) এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু পর রাশিয়ার সর্বশেষ এই রণতরীতে হামলার ঘটনা ঘটলো। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ এই যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ডের কাছাকাছি অবতরণ করছিল।

ইউক্রেনের এমপি ওলেক্সি গনচারেঙ্কো তার টেলিগ্রাম পেজে জানান, অ্যাডমিরাল মাকারোভে ইউক্রেনীয় ‘নেপচুন’ জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি রাশিয়ান সূত্রের বরাত দিয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সাইট দামাস্কায়া জানিয়েছে, জাহাজের ক্রুদের উদ্ধার করতে রাশিয়ার বাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই নিয়ে মন্তব্য করেনি।

এর আগে গত ১৩ এপ্রিল কৃষ্ণসাগরে রাশিয়ার মস্কভা নামে রণতরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া রণতরীটি টেনে বন্দরে নেওয়ার সময় ডুবে যায় বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়। তবে পশ্চিমাদের দাবি, এই যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন।