শ্রীনগরে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

0
105

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পুর্ব মন্সীয়ায় একটি রাস্তার উন্নয়নে কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে পুর্ব মুন্সীয়ায় এ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর।

এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বাবুল হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, যবলীগ নেতা জুবায়ের আল বাকী হিলারী প্রমুখ। জানা যায়, এলজিইডি মন্ত্রণালয়ের বাস্তবায়নে পুর্ব মুন্সীয়া থেকে সুরুদীয়া পর্যন্ত ১ কিলোমিটার ইট সলিং রাস্তা কার্পেটিং হতে যাচ্ছে।