কামারখন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

0
107

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০০ জন দুস্থ ও অসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এম এম সুমন হক, ড. তমা খাতুন, ডা. হেমা খাতুন, ডা. তাসলিমা প্রমুখ।

এছাড়াও সন্ধ্যায় উপজেলার জামতৈল কলেজপাড়া হাফিজিয়া মাদ্রাসা, আলোকদিয়ার হাফিজিয়া মাদ্রাসা ও ধলেশ্বর হাফিজিয়া মাদ্রাসার এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।