গোবিন্দগঞ্জে ৫৫ জন রোগীর মাঝে চেক বিতরণ

0
115

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে মরন ব্যাধী ক্যান্সার সহ ৫ টি দুরারোগ্য মরন ব্যাধী রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।

উপজেলার বিডি হলে সমাজ সেবা অফিসের আয়োজনে ৫৫ জন রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে মোট সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হন্থান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে মোবাইল কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণত সম্পাদক আব্দুল লতিফ প্রধান,এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ সকল সুবিধাভোগী।