রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় ও ইফতার মাহফিল

0
90

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় একাডেমিক ভবনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

এ সময় তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সামনের দিকে দৃষ্টি রাখতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ-এর সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য বলেন, “মহামান্য রাষ্ট্রপতি বলেছেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতেই হবে।” বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস বিশ্ববিদ্যালয়টিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তিনি সকলকে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে অনুরোধ করেন।

ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়