হাকিমপুরে ৪ হাজার ৮শ পরিবার পেলো ঈদ উপহার ভিজিএফের চাল

0
93

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ৪ হাজার ৮শ পরিবার পেলো ভিজিএফের চাল। প্রতিটি পরিবারকে ঈদের আগে ১০ কেজি করে চাল দেওয়া হয়। বিনামূল্যে ১০ কেজি চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষরা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে ২নং বোয়ালদাড় ইউনিয়নে উদ্যোগে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম। পরে সেখানেভিজিএফের কার্ডধারী অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। তিন ধাপে চাল বিতরণ কার্যক্রম চলবে।

চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম। এসময় উপস্থিত ছিলেন চাল বিতরণ কার্যক্রমের ট্যাগ অফিসার গোলাম রব্বানী,বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাসেল আলী খাঁনসহ আরো অনেকে।