পুঠিয়ায় ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

0
125

পুঠিয়া প্রতিনিধিঃ আসন্ন ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পুঠিয়া উপজেলায় ১৫৭ টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাস এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা মিলনায়তন কক্ষে এই ১৫৭ টি পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর করেন। প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) সাংসদ সদস্য ডাঃ মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু। উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মতিন মুকুল,মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন,ভূমি কর্মকর্তা আরাফাত আজিজ, জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানউল হক মাসুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাক্ষ্য নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, ছাত্রলীগ সাবেক জেলা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, সদর ভূমি অফিস নায়েব সোহেল হোসেন প্রমুখ।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।