চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

0
86

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের উজিরপুর হইতে শিবগঞ্জ গামী পাঁকা রাস্তার পশ্চিম থেকে ১৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সুমন আলীকে গ্রেফতার করে র‍্যাব-৫। গ্রেফতার আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরপাঁকা বিশ রশিয়া গ্রামের শফিকুল ইসলাম ও সাবেরা বেগমের ছেলে।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫এর একটি অপারেশন দল অদ্য ২৬ এপ্রিল ২০২২ ইং তারিখে সন্ধ্যা ৫.৩০মিনিটেরসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১১ নং উজিরপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উত্তর উজিরপুর গ্রামের উজিরপুর হইতে শিবগঞ্জ গামী পাঁকা রাস্তার পশ্চিম পার্শে মোঃ নূরশেদ আলীর আম বাগানের পূর্ব পার্শে থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ১৮৩৫ (এক হাজার আটশত পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং (খ) ০১ (এক) টি মোবাইল ফোনসহ ১। মোঃ সুমন আলী (২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোছাঃ সাবেরা বেগম, গ্রাম-চর পাঁকা বিশ রশিয়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।

তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।