নেত্রকোণায় স্বাস্থ্য সহকারীদের নিয়ে রিফ্রেশার্স ওরিয়েন্টেশন

0
83

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা ডায়াবেটিক সমিতি আয়োজনে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহায়তায় ২ দিনব্যাপী “রিফ্রেশার্স ওরিয়েন্টেশন” শুরু হয়েছে। নেত্রকোণা ডায়াবেটিক সমিতির সভাপতি হাজী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শহরের ইসলামপুরে নেত্রকোণা ডায়াবেটিক হাসপাতালের হলরুমে ২দিন ব্যাপী রিফ্রেশার্স ওরিয়েন্টেশনের প্রথম দিন শুরু হয়।

এতে নেত্রকোণা সদর, দূর্গাপুর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ৪৯ টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরা (HA) অংশগ্রহণ করছে।প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্মানিত সদস্য সচিব জনাব গাজী মোজাম্মেল হোসেন টুকু৷ন

সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও প্রধান পৃষ্টপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় অন্যান্য অতিথির মধ্য উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-সমিতির আজীবন সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আতাউর রহমান মানিক, সাধারন সম্পাদক জনাব মো: হাফিজুর রহমান খান, সমাজ সেবা ডিডি মো: আলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব মো: মাজহারুল ইসলাম খান, এডহক কমিটির সম্মানিত সদস্য জনাব ফজলুল বারী কাজল, অধ্যাপক মো: সাইদুর রহমান তালুকদার ও জনাব সোহরাব উদ্দিন আকন্দ প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন নেত্রকোনা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের চীফ কনসালটেন্ট এবং নেত্রকোনার সাবেক সিভিল সার্জন ডা: মো: সাহিদ উদ্দিন আহমেদ, ডা: কে. জামান. বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের প্রশিক্ষক জনাব মনিরুজ্জামান মানিক, প্রকল্পের ফোকাল পার্সন দেবজ্যোতি রায় জনি ও হেলথ এডুকেটর জনাব মো: হেলাল উদ্দিন।
সঞ্চালনা করেন- অফিস সুপার অলিদ মিয়া।