হরিপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৬৪টি পরিবার

0
111

জসিম উদ্দীন ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভুমিহীন ও গৃহ হারা পরিবারগুলো। গতকাল ২৬শে এপ্রিল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের ৩২ হাজার ৯০৪টি ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করেন।

এই প্রেক্ষিতে হরিপুর মডেল মসজিদের হল রুমে ১৬৪টি পরিবার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ গ্রহণ করা, ঘরের চাবি এবং জমির দলিল হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা হয়।

উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সহকারী ভুমি কমিশনার রাকিবুজ্জামান, ওসি তাইজুল ইসলাম, কৃষি অফিসার রুবেল হুসেন, সমাজসেবা অফিসার রাফিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মোতাহারা পারভীন, আমগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পাভেল তালুকদার, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দীন ইতিসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গগন।