মাগুরায় সামাজিক উন্নয়নে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0
142

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গণি’র উদ্যোগে সামাজিক উন্নয়নে ইমামদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মাগুরা সদরের কালুপাড়া কাশেমুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গণি।

সভায় শত্রুজিৎপুর ইউনিয়নের ৪২টি মসজিদের ইমাম সহ বিভিন্ন এলাকার ইমামগণও উপস্থিত ছিলেন। পরে সভা শেষে সকলের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চেয়ারম্যান মুফতি ওসমান গণি মুছাপুরি।