ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৫০টি ঘরের দলিল পেল ভূমিহীন ও গৃহহীনরা

0
86

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধিঃ সারাদেশে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে আরও ৩২ হাজার ৯০৪ পরিবার। আজ মঙ্গলবার ঈদুল ফিতরের আগে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মিত ঘরের চাবি বিতরন কর্মসূচির উদ্বোধন করার পর তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বাড়ি হিসেবে ধামরাই উপজেলার ভূমিহীন এবং গৃহহীন ১৫০টি পরিবার পেল বাড়ি।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১টার সময় সারাদেশে একযোগে অনুষ্ঠেয় এই “ঈদ উপহার বাড়ি” হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল সংযুক্ত থেকে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মিত ঘরের চাবি বিতরন কর্মসূচির উদ্বোধন করার সময় ধামরাই উপজেলার অনুষ্ঠানে স্থানীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বাড়ির দলিল হস্তান্তর করেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,পৌর কাউন্সিলরবৃন্দ, অন্যান্য জনপ্রতিনিধিগন,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ।

২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার সকাল ১১ টায় ধামরাই উপজেলা পরিষদের হল রুমে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ধামরাই উপজেলার তৃতীয় পর্যায়ে পুর্নবাসনের জন্য যাচাই -বাছাইকৃত ১৫০ (একশত পঞ্চাশ) টি ‘ক’ শ্রেণী ভূমিহীন পরিবারে এবং গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত /নির্মানাধীন মোট ১৫০টি বাড়ির দলিল সংশ্লিষ্ট মাঝে হস্তান্তর কার্যক্রম দিনব্যাপী চলমান রেখে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে।