গোপালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
95

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২২ উপলক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান ও স্কুলের ছেলে মেয়েদের কে নিয়ে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। (২৫ এপ্রিল) সোমবার দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে, জনসাস্থ অধিদপ্তর এর আয়োজনে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি বিষয়ক সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি এর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শরিফ আব্দুল বাছেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারবৃন্দ।