ধামরাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের ১৫০টি ঘর বরাদ্দের তালিকা প্রকাশ

0
107

রনজিত কুমার পাল (বাবু), ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বাড়ি হিসেবে ধামরাই উপজেলার ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত /নির্মানাধীন মোট ১৫০টি বাড়ির দলিল সংশ্লিষ্ট মাঝে হস্তান্তর করা হবে।

তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তৃতীয় পর্যায়ে পুর্নবাসনের জন্য যাচাই -বাছাইকৃত ১৫০ (একশত পঞ্চাশ) টি ‘ক’ শ্রেণী ভূমিহীন পরিবারের তালিকা প্রকাশ করেন।

২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার সকাল ১১ টায় ধামরাই উপজেলা পরিষদের হল রুমে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ধামরাই উপজেলার ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত /নির্মানাধীন মোট ১৫০টি বাড়ির দলিল সংশ্লিষ্ট মাঝে হস্তান্তর করা হবে।

রবিবার (২৪শে এপ্রিল -২০২২) ধামরাই উপজেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃতীয় পর্যায়ে পুর্নবাসনের জন্য যাচাই -বাছাইকৃত ১৫০ (একশত পঞ্চাশ) টি ‘ক’ শ্রেণী ভূমিহীন পরিবারের তালিকা প্রকাশ করেন।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার সহ ধামরাই উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স (টিভি),অনলাইন এর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরো জানান আগামী ২৬শে এপ্রিল -২০২২ রোজ মঙ্গলবার সকাল ১১টার সময় সারাদেশে একযোগে অনুষ্ঠেয় এই “ঈদ উপহার বাড়ি” হস্তান্তর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত থাকবেন।

ধামরাই উপজেলার অনুষ্ঠানে স্থানীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বাড়ির দলিল হস্তান্তর করবেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল সাংবাদিকবৃন্দকে আমন্ত্রণ জানান ইউএনও মহোদয়।