ধামরাইয়ে বাস ও প্রাইভেট কারের দুর্ঘটনায় আহত ১৫

0
125

রনজিত কুমার পাল (বাবু)ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ঢাকা- আরিচা মহাসড়কে প্রাইভেটকার ওহানিফ এন্টারপ্রাইজের বাস মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্হা আশন্কাজনক।
প্রাথমিক ভাবে আহতদেনর পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২শে এপ্রিল -২০২২) সকাল নয়টার দিকে ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় ঢাকা- আরিচা মহাসড়কে এ’দুর্ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায় আজ সকালে ধামরাইয়ের জয়পুরা এলাকায় সকাল নয়টার দিকে ঢাকাগামী প্রাইভেট কারের সাথে খুলনাগামী হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার কারন হিসেবে প্রত্যক্ষদর্শীরা ও স্হানীয়রা জানান, ঢাকা- আরিচা মহাসড়কের সড়ক সংস্কার ও সড়ক বর্ধিতকরন কাজের জন্য খনন করা গর্তে বাসটির চাকা পড়লে বাসটি পড়ে উল্টে গিয়ে প্রাইভেট কারের উপর পড়লে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এতে প্রায় ১৫জন আহত হয়।

এ’বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন- দুর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে দুর্ঘটনা স্হলে পৌঁছে দুর্ঘটনায় আহত দুই জনকে নিজেদের গাড়ী দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা জন্য পৌঁছে দিই ।এর আগে আরো আনুমানিক দশ বার জনকে বিভিন্ন স্হানীয় হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে বলে জেনেছি।