নিউমার্কেটে সংঘর্ষ: দুই হত্যা মামলা তদন্তে ডিবি

0
109

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুই হত্যা মামলার তদন্তভার পেয়েছে গোয়েন্দা পুলিশ। সংঘর্ষের মধ্যে পড়ে ডেলিভারিম্যান নাহিদ মিয়া নিহতের ঘটনায় বুধবার রাতে একটি হত্যা মামলা হয়। আর দোকান কর্মচারী মোরসালিন নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে আরেকটি হত্যা মামলা হয়েছে। উভয় মামলাতেই অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

দুটি মামলাই গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় অপর দুটি মামলা নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে।