প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে আজ

0
134

দেশের ২২ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষাটি। দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিন ধাপের পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আজ।

ইতোমধ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রসমূহ থাকবে মোবাইল নেটওয়ার্কের বাইরে। এ ছাড়া কেন্দ্রে বসানো হয়েছে জ্যামার। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

আবেদনকারীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও জাতীয় পরিচয়পত্র হলে নিয়ে আসতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেয়া হয়েছে।