উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু

0
192

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেল গেইট এলাকায় নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে ধাক্কা খেয়ে নীচে পড়ে এ দুর্ঘটনায় কবলিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাকপ্রতিবন্ধী বেশ কিছু দিন হলো সলপ রেল স্টেশন এলাকায় সে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার সময় সলপ রেল গেইট পার হওয়ার সময় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনা নিশ্চিত করে সিরাজগঞ্জের জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সলপ রেল গেইটে গিয়ে ঘটনার স্থান থেকে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।