রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
231

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে ২০ তম কেন্দ্রীয় পরিক্ষায়। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ❝আবুল হোসেন ক্বেরাতুল কুরআন কারীমিয়া কওমিয়া হাফেজী মাদরাসা❞ সারাদেশের মধ্যে ২য় স্থান অর্জন করায় পরিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদেরকে নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রোজ বুধবার, বাদ আসর পুলঘাট মাদরাসা অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং পুলঘাট মাদ্রাসার মুহতামিম শিক্ষা শিক্ষার্থীও কমিটি বৃন্দ। এসময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন,ঢাকা পল্টন থানার সভাপতি জি এম আল – আমিন । এরপর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের(বা,,কু,শি) অধীনে ২০তম কেন্দ্রীয় পরিক্ষায়।

হিফজ ১০ পারা গ্রুপে ২য় অর্জন করেছেন, মো: সাকিব আল হাসান । ০৫ পারা গ্রুপে ২য় স্থান অর্জন করেছেন, মো: আলিফ হোসেন । ৪র্থ স্থান অর্জন করেছেন, মুহা: আজমাইন দ্বিতীয় শ্রেণীতে ৮ম স্থান অর্জন করেছেন, মো: মাঝহারুল ইসলাম । খাছ বিভাগে ৪র্থ স্থান অর্জন করেছেন,মো: সাইফুল ।