বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রামাজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

0
86

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুববানে আহলে হাদীসের রামাজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী যুক্ত জামে মসজিদে মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধন করেন মো. একরামুল হক চৌধুরী, ঝুনাগাছা চাপানী ইলাকা জমঈয়ত ও চেয়ারম্যান, ৮নং ঝুনাগাছা চাপানী ইউ.পি।

প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ রেজাউল করিম, তাবলিগ ও ইশরাক বিষয়ক সেক্রেটারি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।

রামাজান শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন, শায়খ আব্দুর রাজ্জাক বিন আঃ রশিদ, সেক্রেটারি, ঝুনাগাছা চাপানী ইলাকা জমঈয়ত, শায়খ আহমাদুল্লাহ্, আহবায়ক, নীলফামারী জেলা জমঈয়ত শুববানে আহলে হাদীস। শায়খ বেলাল হোসাইন, খতিব সাহাবা জামে মসজিদ, তুলশির হাট, গংগচড়া, রংপুর।

হাসানুর রহমান ও শহিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিল আহবেদ, সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর জমঈয়তে আহলে হাদীস, আমিনুল ইসলাম বুলবুল, জেলা হিসাব রক্ষণ অফিসার (অবসরপ্রাপ্ত) নীলফামারী।