বিএনপির আন্দোলন কোন ঈদের পর, জানতে চান তথ্যমন্ত্রী

0
112

বিএনপি কোন ঈদের পর আন্দোলনে নামতে চায়, তা জানতে চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপি) আন্দোলন কোন ঈদের পরে? আমরা গত ১২ থেকে ১৩ বছর ধরে ঈদের পরে, রোজার পরে, বার্ষিক পরীক্ষার পরে, শীতের পরে, বর্ষার পরে তাদের (বিএনপি) আন্দোলন হবে এরকম শুনে আসছি। তাই কোন ঈদের পরে সেটি একটু খোলসা করলে ভালো হয়।

তিনি বলেন, যে দলের জন্ম অগণতান্ত্রিকভাবে, সেই দলের নেতা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে। সুতরাং তাদের গণতন্ত্রের কথা বলার অধিকার কতটুকু আছে সেটিই প্রশ্ন।

মন্ত্রী বলেন, জিয়া স্বাধীনতার ঘোষক নন। স্বাধীনতার ঘোষণা অনেকেই পাঠ করেছেন। ২৬ মার্চ প্রথম ঘোষণা পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। এরপর জিয়াউর রহমান ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। স্কুলের দপ্তরিকে যারা হেডমাস্টার বানাতে চায় তাদের নিয়ে আমার কিছু বলার নেই।