ক্রেতা সংকটে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা

0
96

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশে চলছে ইসলামী বইমেলা। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাস ব্যাপী চলবে এই বইমেলা। কুরআন, হাদিসসহ ১০ হাজারের অধিক ইসলামি বই নিয়ে এবার ৬৪ টি দোকানের মধ্য দিয়ে এ বইমেলার পর্দা উঠেছিলো। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বই মেলা চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। প্রচারবিমুখ এই বইমেলা ক্রেতা সংকটে ভুগছে বিক্রেতারা।

রমজান মাসব্যাপী ইফার নানা কার্যক্রমের মধ্যে ইসলামি বইমেলা অন্যতম। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টল ছাড়াও গার্ডিয়ান পাবলিকেশন, মাকতাবাতুল আশরাফ, এমদাদিয়া লাইব্রেরি, দারুস সালাম বাংলাদেশ, সমকালীন প্রকাশন, সোলেমানিয়া বুক হাউসসহ ৬৪ টি প্রকাশনী এবার মেলায় স্টল বরাদ্দ পায়।

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার জানান, ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর সিরাতুন্নবী (সা.) ও রমজান উপলক্ষ্যে দুই বার বইমেলার আয়োজন করে থাকে। প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে রাত আট টা পর্যন্ত চলে বেচাকেনা।

জানা গেছে, এবার তিন শতাধিক প্রকাশনী ব্যাংক ড্রাফের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্টল বরাদ্দেরূ জন্য আবেদন করে। যাচাই বাচাইয়ের পর ৯০ টি প্রকাশনীর মধ্যে লটারির মাধ্যমে ৬৪ টি দোকান বরাদ্দ পেয়েছে। ছয় বর্গফুটের স্টলের ভাড়া নেওয়া হয়েছে ১০ হাজার যা আগে সাত হাজার পাঁচশত ছিলো। আবেদন ফি এবার পাঁচশ’ টাকা থেকে এক হাজার করা হয়েছে।

মাকতাবাতুল আশরাফ প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি ইসমাইল জানান, প্রচার না থাকায় এবারের বইমেলা আগের মত জমে উঠছে না। প্রচার না থাকায় অনেক পাঠকই জানে না করোনা পরবর্তীতে এবার বইমেলা চলছে।

গার্ডিয়ান পাবলিকেশনের মার্কেটিং ম্যানেজার মনির হোসেন মল্লিক নয়াদেশকে বলেন, রমজানের আগে আমাদের নতুন ১০ টি প্রকাশিত হয়েছে। ক্রেতা কম থাকায় বেচাবিক্রি এবার খুবই কম। আমরা আশা করবো কতৃপক্ষ মেলার প্রচার প্রসারে আরও তৎপর হবে। মিলাদুন্নবি উপলক্ষ্যে আয়োজিত বইমেলায় ক্রতা দর্শকের ভীড় থাকলেও রমজানের মেলায় পাঠকদের উপস্থিতি অনেক কম।

পবিত্র মাহে রমজানে বইমেলায় কুরআনের অনুবাদ, বিভিন্ন তাফসির, হাদিসের বিভিন্ন গ্রস্থ, সিরাত গ্রন্থ, সাহাবিদের জীবনী, ইতিহাস, ফিকহ ও ইতিহাস ভিত্তিক উপন্যাসহ মৌলিক, গবেষণামূলক ও অনুবাদ গ্রন্থে সাজানো বায়তুল মোকররমের দক্ষিণ গেইট চত্তরে আয়োজিত এবারের ইসলামি বইমেলা।

নিউ কুরআনিক প্রকাশনীর সাইয়েদ মাহবুবুর রহমান নয়াদেশকে বলেন, এ বইমেলার প্রচারণা খুব কম হয়। প্রচারণা হলে আরও বেশি বিক্রি হতো।

বইমেলায় বই কিনতে আসা আব্দুল্লাহ আল তাকদির এসেছেন কদমতলী এলাকা থেকে। তিনি তার স্কুলের জন্য বেশ কিছু বই নিয়েছেন।

তিনি নয়াদেশকে জানান, ইসলামিক ফাউন্ডেশনের এত সুন্দর একটা আয়োজন কিন্তু শুন্য। এটি হতশাজনক।

তিনি বলেন, মুসলিম যুবসমাজ বইমেলায় কম আসা মুসলিম উম্মাহর জন্য অশনি সংকেত।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন মেলা উপলক্ষে বরাবরের মতো এ বছর প্রতিটি বই ৩৫% কমিশনে বই বিক্রি করছে। তবে বিশেষ কিছু বইয়ে ৫০% থেকে ৭০% কমিশনেও বই বিক্রি করছে ইসলামিক ফাউন্ডেশন। কমিশনে বই বিক্রির পরও পর্যাপ্ত গ্রাহক পাওয়া যাচ্ছে না।

হতাশা ব্যক্ত করে এক বিক্রেতা বলেন, প্রতি বছর রমজান উপলক্ষে কুরআনের প্রচুর কপি বিক্রি হয় এ বছর তাও হচ্ছে না।

পবিত্র রমজান মাস উপলক্ষে গত ২রা এপ্রিল বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।